ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় নানা কার্যক্রম পরিচালনার চুক্তি

চসিক, সিএসসিআর ও পিজিএস একাডেমিয়ার যৌথ উদ্যোগ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১২ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:২৪ পূর্বাহ্ণ

ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উদযাপনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক), সিএসসিআর ও পিজিএস একাডেমিয়ার মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিলনায়তনে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উদযাপন ও প্রচারণা কার্যক্রম যৌথভাবে পরিচালনার লক্ষ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন। সমঝোতা স্মারকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষে মেয়র ডা. শাহাদাত হোসেন, সিএসসিআর (প্রা🙂 লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদুল করিম চৌধুরী এবং পিজিএস একাডেমিয়ার পক্ষে ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মাসুদ করিম স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমীন, প্রধান শিক্ষা কর্মকর্তা ডা. কিসিঞ্জার চাকমা, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমাম হোসেন রানা, ডা. হোসনে আরা, সিএসসিআর (প্রাঃ) লিমিটেডের চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী, অধ্যাপক ডা. এম এ কাশেম, ডা. সালাউদ্দিন মাহমুদ, সাংবাদিক জাহিদুল করিম কচি, ডা. এমজাদ হোসেন, মো. আজিজুর রহমান এবং পিজিএস একাডেমিয়ার ডা. সাকেরা আহমেদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, একটি হেলদি সিটি গড়ে তুলতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির কার্যক্রম আরও জোরদার করা হবে। তিনি জানান, অক্টোবর মাস জুড়ে বিভিন্ন স্কুলকলেজের ছাত্রী ও শিক্ষিকাদের নিয়ে সচেতনতা সমাবেশ, প্রদর্শনী ও গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি নগরের গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ, টকশোসহ গণমাধ্যমে প্রচারণা চালানো হবে।

সিএসসিআর ও পিজিএস একাডেমিয়ার যৌথ উদ্যোগে নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বিষয়ক সমাবেশ, প্রশিক্ষণ ও শিক্ষামূলক কার্যক্রম নেওয়া হবে। মাসজুড়ে সিএসসিআর হাসপাতালের ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামের আওতায় রোগীরা বিনামূল্যে কনসালটেশন পাবেন। যেসব রোগীর বিশেষায়িত পরীক্ষার প্রয়োজন হবে তাঁদের জন্য ৫০ শতাংশ ছাড়ে ম্যামোগ্রাম, আল্ট্রাসনোগ্রাম, সিটি ও এমআরআই অব ব্রেস্ট, বায়োপসি, হিস্টোপ্যাথলোজি এবং ইমিউনোহিস্টোকেমিস্ট্রি পরীক্ষার ব্যবস্থা থাকবে।

অনুষ্ঠানে দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক মাসব্যাপী প্রচারণা ও সচেতনতা কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।

এসময় চিকিৎসক, সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধজোন্টা ক্লাব অব চিটাগংয়ের ইন্টারন্যাশনাল ইয়ুথ ডে উপলক্ষে এওয়ারনেস প্রোগ্রাম
পরবর্তী নিবন্ধফুটবল বিশ্বকাপে টিকিটের দাম কমানোর অনুরোধ