জোন্টা ক্লাব অব চিটাগংয়ের ইন্টারন্যাশনাল ইয়ুথ ডে উপলক্ষে এওয়ারনেস প্রোগ্রাম

| শুক্রবার , ১২ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:২২ পূর্বাহ্ণ

জোন্টা ক্লাব অব চিটাগংয়ের উদ্যোগে ইন্টারন্যাশনাল ইয়ুথ ডে উপলক্ষে যুব সমাজের অবক্ষয় রোধে করণীয় শীর্ষক এওয়ারনেস প্রোগ্রাম নগরীর ওমরগণি এমইএস কলেজ মিলনায়তনে জোন্টা ক্লাব অব চিটাগাংয়ের সভাপতি লায়ন রেবেকা নাছরীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন্টা ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর ডা: জেরিন দেলওয়ার হোসাইন। যুব সমাজের অবক্ষয় রোধে সচেতনতা তৈরির জন্য মোটিভেশনাল বক্তব্য প্রদান করেন আমেরিকান কাউন্সিলের হেড অব প্রফেশনাল ইংলিশ এন্ড আইইএলটিস ডিরেক্টর এ. এস. এম ইফতারুল আজম, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান খান ও পুলিশ ইন্সপেক্টর মর্জিনা আক্তার। এতে আরও উপস্থিত ছিলেন গেস্ট অফ অনার কলেজের প্রিন্সিপাল এএনএম সারওয়ার আলম, ডিস্ট্রিক্ট সেক্রেটারি আনাইজা চৌধুরী, শিক্ষিকা ববি বডুয়াসহ অনেকে। ধন্যবাদ জ্ঞাপন করেন এরিয়া ডাইরেক্টর ফারজানা কাইয়ুম ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রেহেনুমা খানম। আরো উপস্থিত ছিলেন জোন্টা ক্লাবের পক্ষে দিলশাদ খানম, ডাক্তার কামরুন নাহার দস্তগীর ও রাহেলা চৌধুরী। প্রধান অতিথি ডিস্ট্রিক্ট গভর্নর ডা: জেরিন দেলওয়ার হোসাইন তার বক্তব্যে যুব সমাজকে মাদকাসক্তি, অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার ও অনলাইন জুয়াসহ বিভিন্ন ধরনের আসক্তিমূলক কর্মকাণ্ড থেকে সরে এসে শিক্ষা ও প্রযুক্তিগত জ্ঞান আহরণের মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখার জন্য আহবান জানান এবং পাশাপাশি দেশ ও বিশ্ব পরিমন্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য আহ্বান জানান। মোটিভেশনাল বক্তা ইফতেখারুল আজম যুবকদেরকে উচ্চতর শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ওঊখঞঝ, এজঊ, ঞঙঊঋখ সহ বিভিন্ন ইংরেজি দক্ষতা স্কোর অর্জন করে পৃথিবীর বিভিন্ন দেশে স্কলারশিপের মাধ্যমে উচ্চতর শিক্ষায় শিক্ষিত হয়ে দেশবিদেশে নিজেদের ক্যারিয়ার গঠনের পাশাপাশি নিজের দেশের সুনাম ছড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানান।

তিনি বিদেশে পড়াশোনা করতে গেলে ওঊখঞঝ এবং কিভাবে ফরম ফিলাপ করতে হবে তা শিক্ষার্থীদের প্রজেক্টরের মাধ্যমে বুঝিয়ে দেন এডভোকেট আসাদুজ্জামান খান। পুলিশ ইন্সপেক্টর মর্জিনা আক্তার কিভাবে মাদকাসক্তি থেকে মুক্তি পাওয়া যায় ও বাল্যবিবাহ রোধে নিজেদের সচেতন হতে এবং সমাজকে সচেতন করার জন্য আহবান জানান। জোন্টা ক্লাবের প্রেসিডেন্ট এ ধরনের সচেতনামূলক আলোচনা প্রতিটি কলেজে করার প্রত্যয় ব্যক্ত করেন তাহলে যুব সমাজের অবক্ষয় থেকে রেহাই পাওয়া যাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাতারবাড়ি সৈকতে ঝাঁপ, ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু
পরবর্তী নিবন্ধব্রেস্ট ক্যান্সার সচেতনতায় নানা কার্যক্রম পরিচালনার চুক্তি