বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

| শুক্রবার , ১২ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:১৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন, চট্টগ্রাম ১০ নির্বাচনী এলাকার নেতৃবৃন্দের উদ্যোগে গত ৮ সেপ্টেম্বর বিকাল ৩টায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা, এসএসসি ও সমমান পরীক্ষায় অত্যন্ত কৃতীত্বের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাঈদ আল নোমান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক ডাঃ জাহেদ উর রহমান। বিএনপির কেন্দ্রীয় বিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ আলোচকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি নছরুল কাদির, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ডক্টর নাজিম উদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. নাহরীন এইচ খান, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, চলচ্চিত্র অভিনেতা শাহেদ শরীফ খান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব সাংবাদিক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রফেসর ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ডক্টর সিদ্দিক আহমেদ চৌধুরী। উক্ত অনুষ্ঠানে নানান পেশা ও শ্রেণীর মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অতুলনীয়
পরবর্তী নিবন্ধসন্দ্বীপে মাদকসহ আটক ২