লায়ন্স ক্লাব অব চিটাগং বেঙ্গল সিটি ও লিও ক্লাব অব চিটাগং বেঙ্গল সিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান নগরীর জাকির হোসেন রোডস্থ চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের হালিমা–রোকেয়া মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়েছে। লিও ক্লাবের ডিরেক্টর লিও আরাফাত হাসানের সঞ্চালনায় দুই পর্বের অনুষ্ঠানে প্রথম পর্বে সভাপতিত্ব করেন লায়ন মোহাম্মদ ইসমাইল ও দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন লায়ন ইঞ্জিনিয়ার রাজিব কুমার দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন– লায়ন জেলা ৩১৫–বি৪ এর গভর্নর লায়ন মুসলেহ উদ্দিন আহমেদ (অপু)। বিশেষ অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ আবু বকর সিদ্দিক। অন্যান্যের মধ্যে কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোর্শেদ, রিজিয়ন চেয়ারপারসন – হেড কোয়ার্টার ও লিও ক্লাব এডভাইজর লায়ন মোহাম্মদ শাহেদুল ইসলাম, গভর্নর এডভাইজার লায়ন তারেক কামাল, গভর্নর এডভাইজার লায়ন খালেদা পারভীন, রিজিয়ন চেয়ারপারসন উইথ ক্লাব লায়ন আসিকুল আলম, জোন চেয়ারপারসন উইথ ক্লাব লায়ন সেলিম রেজা চৌধুরী, ক্লাব প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আলমগীর, লায়ন ক্লাব সেক্রেটারি লায়ন সাজ্জাদ হোসেন, লিও জেলা প্রেসিডেন্ট লিও মোহাম্মদ শওকত হোসেন, জেলা সদ্য প্রাক্তন জেলা প্রেসিডেন্ট দীপ্ত দে, ট্রেজারার লিও হোসাইন মোহাম্মদ নিকসন, জিএমটি লিও আরাফাত হাসান, জিএসটি লিও দেলোয়ার, জিএটি লিও অহিদুল আলম রকি, লিও ক্লাব সভাপতি লিও আব্দুল আল মামুন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












