চাকসু হোক শিক্ষার্থীদের আস্থার প্ল্যাটফর্ম

| শুক্রবার , ১২ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৩৮ পূর্বাহ্ণ

দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত চাকসু নির্বাচন। শিক্ষার্থীদের প্রথম ও প্রধান দাবি হলো, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা। কারণ এই নির্বাচন শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, সমস্যা সমাধান এবং নেতৃত্ব বিকাশের এক অনন্য সুযোগ। তাই নির্বাচনের মাধ্যমে যারা চাকসুর দায়িত্বভার গ্রহণ করবেন, তাদের সদা সক্রিয় থেকে শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা করা অপরিহার্য। চাকসু শুধু একটি সংগঠন নয়; এটি শিক্ষার্থীদের কল্যাণ, ন্যায্য অধিকার আদায় এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের প্ল্যাটফর্ম হয়ে উঠুক এটাই শিক্ষার্থীদের প্রত্যাশা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বর্তমানে নানামুখী সমস্যায় জর্জরিত। দীর্ঘ সেশনজট, আবাসন সংকট, বিভাগীয় ওয়াশরুমের বেহাল অবস্থা, সুপেয় পানির অভাব, শাটলের বগি সংকট এবং সার্বিক নিরাপত্তাহীনতা প্রতিনিয়ত শিক্ষার্থীদের জন্য বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপের অভাব দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছে। তাই শিক্ষার্থীরা আশা করে, নবনির্বাচিত প্রতিনিধিরা কেবল প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ করবেন। তারা যেন বিশ্ববিদ্যালয়ের মৌলিক চাহিদা পূরণে আন্তরিকভাবে কাজ করেন এবং চাকসুকে প্রকৃত অর্থেই গতিশীল ও কার্যকর করে তোলেন। সঠিক নেতৃত্ব, কার্যকর পরিকল্পনা এবং দায়িত্বশীল পদক্ষেপের মাধ্যমে চাকসু আবারও শিক্ষার্থীদের আস্থার প্ল্যাটফর্ম হয়ে উঠবে এই প্রত্যাশাই সকলের।

রাশেদুল ইসলাম আকিব,

শিক্ষার্থী,

ইসলামিক স্টাডিজ বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

পূর্ববর্তী নিবন্ধশাহ আবদুল করিম : বাউল সম্রাট
পরবর্তী নিবন্ধবন্ধু