বহদ্দারহাটে মার্কেটে দোকানের শাটার ভেঙে চুরি

৪০ লাখ টাকার ৬৫টি আইফোনসহ ১০৩টি স্মার্টফোন নিয়ে গেছে চোর চক্র । দোকান বন্ধ রেখে কর্মচারীদের বিক্ষোভ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১২ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:২৩ পূর্বাহ্ণ

নগরের পাঁচলাইশ থানাধীন বহদ্দারহাট ফিনলে সাউথ সিটি মার্কেটের ৫ম তলায় ইউনিক পয়েন্ট নামে একটি মোবাইল ফোনের দোকান থেকে ৬৫টি আইফোনসহ ১০৩টি স্মার্টফোন চুরির ঘটনা ঘটেছে। ৬৫টি আইফোন এবং ৩৮টি স্মার্টফোনসহ মোট ১০৩টি মোবাইল ফোনের মূল্য ৪০ লাখ টাকা বলে জানিয়েছেন দোকানের মালিক জয় ধর।

দোকানের কর্মকর্তাকর্মচারীরা জানান, গত ৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টা ৩২ মিনিটে একটি শক্তিশালী মোবাইল ফোন চোর সিন্ডিকেট চক্র বহদ্দারহাটস্থ ফিনলে সাউথ সিটি মার্কেটের পঞ্চম তলার ইউনিট পয়েন্ট নামের এই মোবাইল ফোনের দোকানের শাটার ভেঙে ৬৫টি আইফোন এবং ৩৮টি স্মার্টফোন চুরি করে নিয়ে যায়। বেলা পৌনে ১১টার দিকে দোকানের মালিক জয় ধরসহ অন্যান্য মালিককর্মচারীরা দোকানে এসে দেখতে পান দোকানের শাটারের তালা খোলা। ভিতরে প্রবেশ করে দেখতে পান দোকানের মালামাল এলোমেলো অবস্থায় ছড়িয়েছিটিয়ে রয়েছে। দোকানে রক্ষিত ৬৫টি আইফোনসহ মোট ১০৩টি স্মার্টফোন চুরি হয়ে গেছে। এই ঘটনায় বুধবার রাতে পাঁচলাইশ থানায় দোকানের মালিক জয় ধর বাদী হয়ে অজ্ঞাতনামা ৮ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ব্যাপারে দোকানের মালিক জয় ধর বলেন, ফিনলে সাউথ সিটি শপিং মলের ৫ম তলায় ৫২০ নম্বর ইউনিট পয়েন্ট আমাদের মোবাইলের দোকানটি। আমরা প্রতিদিন সকাল সাড়ে ১০টার দিকে দোকান খুলি। গত মঙ্গলবার আমরা দোকান খোলার মাত্র ৪৫ মিনিটের ব্যবধানে দিনদুপুরে আমাদের দোকানের শাটার ভেঙে ৬৫টি আইফোন এবং ৩৮টি স্মার্টফোন চুরি করে নিয়ে গেছে চোরেরা। তখন মাত্র মার্কেটের দোকানগুলো খোলা হচ্ছিল। আমরা মার্কেটের সিসিটিভি ফুটেজে দেখেছি ওই সময় ওরা ৮জন এসেছে। সবার মাথায় ক্যাপ এবং পেছনে ব্যাগ ছিল। দোকানের সামনে ৫৬জন ক্রেতার মত অবস্থান নিয়ে ভেতরে দুইতিনজন ঢুকে মুহূর্তের মধ্যে মোবাইলগুলো ব্যাগ ভর্তি করে বেরিয়ে চলে যায়। তখন আমাদের পাশের একটি দোকান খুলেছিল মাত্র। তখন চোর চক্রের দুইজন ওই দোকানে গিয়ে ক্যাবল ক্রয়ের নামে তাদেরকে ব্যস্ত করে রাখে। মূহূর্তের মধ্যে তারা মার্কেটের নিচে নেমে ৮ জনের মধ্যে ৬ জন বহদ্দারহাট থেকে বাসে উঠে গরিবুল্লাহ শাহ মাজার গেইট নেমে রাস্তা পার হয়ে কোথায় চলে গেছে আর শনাক্ত করা যায়নি। অপর দুইজন বহদ্দারহাট থেকে কোথায় চলে গেছে। এই ঘটনায় গত বুধবার আমি বাদী হয়ে পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামা ৮ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। ওদেরকে এখনো শনাক্ত করা যায়নি। এই চোর চক্রটি অনেক শক্তিশালী একটি সিন্ডিকেট। সারাদেশে ওরা এই ভাবে চুরি করে থাকে।

এদিকে ফিনলে সাউথ সিটি শপিং মলে মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনায় গতকাল মার্কেটের সকল দোকান বন্ধ করে দোকান মালিককর্মচারীরা বিক্ষোভ করেছেন। দোকান মালিক ও কর্মচারীরা বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মার্কেটের সকল দোকানসহ প্রধান ফটক বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। বিকেল ৫টায় পুলিশ এসে মালিক পক্ষের সাথে বসে সমাধানের চেষ্টা করে। সন্ধ্যা ৭টার পর পুলিশ এবং ফিনলে সাউথ সিটি শপিং মল কর্তৃপক্ষের আশ্বাসের পর দোকান চালু করে মালিক পক্ষ।

পূর্ববর্তী নিবন্ধমেয়রের কাছে ১০০০টি গাছের চারা হস্তান্তর করল লায়ন্স ক্লাব
পরবর্তী নিবন্ধকমিশন কিছু চাপিয়ে দেবে না : আলী রীয়াজ