অবশেষে কাটা হল সেই মরা তুলা গাছটি

বোয়ালখালী প্রতিনিধি | শুক্রবার , ১২ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:১১ পূর্বাহ্ণ

অবশেষে কেটে ফেলা হয়েছে বোয়ালখালী উপজেলা সদরের তুলাতল এলাকায় বছরের পর বছর দাঁড়িয়ে থাকা সেই মরা তুলা গাছটি। গত ২৮ আগস্ট দৈনিক আজাদীতে ‘সড়কের পাশে মরা গাছ, দুর্ঘটনার শঙ্কা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। তার পরপরই গাছটি কাটতে তৎপর হয়ে উঠে উপজেলা প্রশাসন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, গাছটি ঝুঁকিপূর্ণ ছিল। আমি পৌর প্রশাসককে দায়িত্ব দিয়েছিলাম বিপদ হওয়ার আগেই গাছটি যেন কেটে ফেলা হয়। সে মোতাবেক গত বুধবার গাছটি কেটে ফেলা হয়েছে।

স্থানীয়রা বলেন, বছরের পর বছর মরা অবস্থায় দাঁড়িয়ে ছিল গাছটি। যেকোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা হতে পারত। সংবাদ প্রকাশের পর গাছটি কাটা হয়েছে। এতে অনেকে দুর্ঘটনা থেকে বেঁচে গেছে। কিছুদিন আগেও গাছের একটি ঢাল ভেঙে পড়ে একটি রিকশা ভেঙে গেছে। আশপাশে অনেক দোকান আছে। ভেঙে পড়লে প্রাণহানির মত ঘটনাও ঘটতে পারত। এখন আশেপাশের মানুষ বিপদমুক্ত।

পূর্ববর্তী নিবন্ধআচরণবিধি নিয়ে উত্তপ্ত সভা শেষ মুহূর্তে ছাত্রদলের বর্জন
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে আগুনে পুড়ল ১১ দোকান ঘর