মহেশখালীতে ডাকাতের গুলিতে ৩ পুলিশ সদস্য আহত

মহেশখালী প্রতিনিধি | শুক্রবার , ১২ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:৫৪ পূর্বাহ্ণ

মহেশখালীতে সঙ্ঘবদ্ধ ডাকাত দলের গুলিতে তিন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকার কোহেলিয়া সেতুর নিচে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন, মহেশখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সেলিম (৩৮), কনস্টেবল সোহেল (৪৪) ও কনস্টেবল মো. মাসুদ (৩৬)

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প সড়কে একদল ছিনতাইকারী রাতে বিভিন্ন গাড়ি আটকিয়ে চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। বুধবার রাতেও ১০১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নেয়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের টহল টিম ঘটনাস্থলে পৌঁছে ডাকাতদের ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। রাতে তাদের বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধকুয়াইশে মাসুদ কায়সার হত্যা মামলায় ছোট সাজ্জাদ দুই দিনের রিমান্ডে
পরবর্তী নিবন্ধবকেয়া গৃহকর ও ট্রেড লাইসেন্স ফি আদায়ে চসিকের অভিযান