কঙ্গোতে বিদ্রোহীদের হামলা, নিহত ৬১

| বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:১২ পূর্বাহ্ণ

আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে এক অন্ত্যেষ্টিক্রিয়ায় অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সেস (এডিএফ) বিদ্রোহীদের হামলায় ৬১ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ইসলামিক স্টেটের (আইএস) সমর্থিত এডিএফের সদস্যরা চাপাতি ব্যবহার করে হামলাটি চালিয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। স্থানীয় প্রশাসক ম্যাকায়ার সিভিকুনুলা জানিয়েছেন, গত ৮ সেপ্টেম্বর রাতের দিকে উত্তর কিভু প্রদেশের লুবেরো অঞ্চলের নটোয়ো শহরে এ হত্যাকাণ্ড ঘটে। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধসন্তানরা গানে নেই কেন, যা বললেন সাবিনা ইয়াসমিন
পরবর্তী নিবন্ধমোদীর সঙ্গে কথা বলবেন ট্রাম্প, বাণিজ্য চুক্তির বিষয়ে আশাবাদ