ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’’ স্লোগানকে ধারন করে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে বার্ষিক ক্রীড়া কর্মসূচীর ২০২৫–২৬ অর্থ বছরের আওতায় চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত চট্টগ্রাম জেলা দাবা স্কুল (দলগত) টুর্নামেন্ট গতকাল বুধবার সিজেকেএস কনভেনশন হলে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) চট্টগ্রাম মো. শরীফ উদ্দিন। চট্টগ্রামের জেলা ক্রীড়া অফিসার ও সিজেকেএস সদস্য সচিব আবদুল বারী’র সভাপতিত্বে ও ফিদে আরবিটার প্রকৌশলী এস এম তারেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক সৈয়দ আব্দুল আহাদ, নুরুল আমিন, জাহাঙ্গীর আলম ও তানজিলা তুর নূর। চট্টগ্রামের ১০ টি স্কুলের অংশগ্রহণে বিশ্ব দাবা নিয়ন্ত্রণ সংস্থা ফিদে কর্তৃক অনুমোদিত আর্ন্তজাতিক রেটিং টুর্নামেন্টটি সুইচ লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টের ৩য় রাউন্ড শেষে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ ৫ পয়েন্ট নিয়ে ১ম স্থানে, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ও ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ ৪ পয়েন্ট নিয়ে ২য় স্থানে আছে। টুর্নামেন্টে ১৬ জন রেটেড খেলোয়াড় সহ মোট ৪০ জন দাবাড়ু অংশগ্রহণ করে।












