চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের একটি দল যুক্তরাজ্যের Angila Ruskin University আয়োজিত SAAgeNet knowledge exchange and training visit– প্রোগ্রামে অংশগ্রহণ করেন। SAAgeNet এবং যুক্তরাজ্যের ল্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত Cognitive Frailty Interdisciplinary Network (CFIN) কর্মশালায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করল সিভাসু। সম্প্রতি যুক্তরাজ্যের কেমব্রিজ ও রিটল শহরে অনুষ্ঠিত এ কর্মশালায় নেতৃত্ব দেন সিভাসুর খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড.ফেরদৌসী আকতার। এছাড়া, কর্মশালায় অংশ নেন সিভাসুর এপ্লাইড ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মোহাম্মদ মজিবুল হক, সহকারী অধ্যাপক তাসলিমা আহমেদ এবং প্রভাষক সুলতানা জান্নাত পমি। তাঁরা বিভিন্ন বৈজ্ঞানিক সেশন ও অভিজ্ঞতা বিনিময়ে অংশ নেন। কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে এবং Angila Ruskin University (ARU) এর সঙ্গে সংযোগ প্রতিষ্ঠা করেন কমনওয়েলথ স্কলার ও সিভাসুর এপ্লাইড ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগের সহকারী অধ্যাপক তাসলিমা আহমেদ। যৌথ গবেষণার অংশ হিসেবে বাংলাদেশ এখন ঈঋওঘ এর অন্তর্ভুক্ত হয়েছে। এই নেটওয়ার্কে যুক্তরাজ্য এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া এবং বাংলাদেশ একসঙ্গে কাজ করবে বলে সিভাসু প্রতিনিধিদল আশাবাদ ব্যক্ত করেন।
এই আন্তর্জাতিক কোলাবরেশন বাংলাদেশের গবেষণা ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এর মাধ্যমে আন্তর্জাতিকমানের গবেষণা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং বহুপাক্ষিক সহযোগিতা নিশ্চিত হবে। কর্মশালার অংশ হিসেবে বাংলাদেশের প্রতিনিধিরা অজট কেমব্রিজ ও রিটল ক্যাম্পাস পরিদর্শন করেন এবং নতুন প্রকল্প প্রস্তাবনা তৈরি করার কার্যক্রমে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












