খাগড়াছড়িতে মহিলা দলের শোভাযাত্রা

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৩৬ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহিলা দলের উদ্যোগে গত মঙ্গলবার জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু হয়। চেঙ্গী স্কোয়ার থেকে নানা রঙিন পোশাকে হাতে বিভিন্ন প্লেকার্ড নিয়ে শোভাযাত্রা বের হয় । এসময় ধানের শীষের পোশাকে শোভাযাত্রায় অংশ নেয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শেষে শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা ও দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহিলা দল খাগড়াছড়ির সভাপতি কুহেলী দেওয়ানের সভাপতিত্বে সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। তিনি বলেন, স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। তবে দেশে এখন তাদের দোসর’রা অবস্থান করে নৈরাজ্য সৃষ্টি করে চলেছে। বিএনপি তা হতে দেবে না। সামনে নির্বাচন। নির্বাচনকে বানচাল করতে তারা বিভিন্ন উপায়ে পায়তারা করতে করে চলেছে। এ ব্যাপারে তিনি সকল নেতাকর্মীদেরকে সজাগ থাকার আহ্বান জানান। সভায় প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।

বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিঙ্কু, আব্দুর রউফ রাজা, মারিয়ম আক্তার মনি, মিটুন রাণী ত্রিপুরা, আকলিমা খানম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধ১৫তম চট্টগ্রাম ফার্নিচার মেলার চুক্তিপত্র সম্পন্ন
পরবর্তী নিবন্ধসিপিবি দক্ষিণ জেলার সম্মেলন