পটিয়ায় উপজেলা সিনিয়র মৎস্য অফিসের উদ্যোগে পোনা পরিবহন, নার্সারি ব্যবস্থাপনা এবং হালদা নদীর গুরুত্ব বিষয়ে ৩ দিনের প্রশিক্ষণ পেলেন ২৫ প্রশিক্ষণার্থী। গত ৮ সেপ্টেম্বর উপজেলা পরিষদ হলে অনুষ্ঠিত হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (২য় পর্যায়) আওতায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে’র সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার মৃন্ময় দাশ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জামাল হোসেন প্রমূখ। গত ৬ থেকে ৮ সেপ্টেম্বর এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের শেষ দিনে উপজেলার সরকারি বীজ উৎপাদন খামার ও এ কে ইউনাইটেড হ্যাচারি এবং ফিশারী পরিদর্শন করেন প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা।
অনুষ্ঠানে প্রশিক্ষাণার্থীদের মাঝে সার্টিফিকেট ও সরকারী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হয়।










