প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বোর্ড অব ট্রাস্টিজের সভা

| বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:২০ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন।

সভায় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হিসেবে প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য মো. হাবিবুর রহমান ও চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন উপস্থিত ছিলেন। বোর্ড অব ট্রাস্টিজের সদস্য চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি অনলাইনে সভায় অংশগ্রহণ করেন। এছাড়া উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। এই সভায় ২০২৫ সালের ১৯ জুন অনুষ্ঠিত বোর্ড অব ট্রাস্টিজের সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। বিশ্ববিদ্যালয়ের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধড. মহিউদ্দিন পিএসসি’র সদস্য মনোনীত হওয়ায় কিডনি রোগী কল্যাণ সংস্থার পক্ষে শুভেচ্ছা
পরবর্তী নিবন্ধপটিয়ায় মৎস্য চাষে প্রশিক্ষণ পেলেন ২৫ জন