প্রিয় ক্যাম্পাসের স্মৃতি ফিরিয়ে আনতে আবারও একত্র হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাক্তন শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে আগামীকাল শুক্রবার নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই পুনর্মিলনী অনুষ্ঠান। দুপুর আড়াইটায় শুরু হয়ে মিলনমেলার আনুষ্ঠানিকতা চলবে রাত সাড়ে ১১টা পর্যন্ত। এতে বিভিন্ন ব্যাচের চার হাজারের মতো প্রাক্তন শিক্ষার্থী অংশ নেবেন বলে প্রত্যাশা আয়োজকদের।
অনুষ্ঠানের সূচি অনুযায়ী বিকেল ৩টায় উদ্বোধনের মাধ্যমে পুনর্মিলনীর আনুষ্ঠানিকতা শুরু হবে। বিকেল ও সন্ধ্যায় তিন পর্বে প্রাক্তন শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বক্তব্য অনুষ্ঠিত হবে। এরপর জুলাই শহীদদের পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হবে।
রাতের পর্বে থাকছে ক্লোজআপ ওয়ান খ্যাত তারকা শিল্পী সাব্বির ও পুতুলের পরিবেশনা, দীপ্র–দুর্জয় ব্রাদার্স, কুমিল্লার ব্যান্ডের পরিবেশনা।












