চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ২ দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স শুরু আজ

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে দুদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। ব্যবসায় প্রশাসন অনুষদের মিলনায়তনে এই কনফারেন্স অনুষ্ঠিত হবে।

গতকাল বুধবার অনুষদের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে।

ব্যবসায় প্রশাসনের অনুষদের ব্যুরো অব বিজনেস রিসার্চের উদ্যোগে এই কনফারেন্স আয়োজন করা হয়। ‘দি ফিউচার অব বিজনেস: ইনোভেশন, টেকনোলজি এন্ড সাসটেইনেবেলিটি’ শিরোনামে আয়োজিত এই কনফারেন্সে উপস্থিত থাকবেন দেশিবিদেশি গবেষকবৃন্দ। এতে ব্যবসায় বিষয়ক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। প্রাথমিকভাবে ২১২টি পেপার এবস্ট্রাক্ট গ্রহণ করা হয়। পরে ১৫০টির বেশি পূর্ণাঙ্গ গবেষণা প্রবন্ধ জমা দেওয়া হয়। এতে ১১০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপনের জন্য চূড়ান্ত করে আয়োজক কমিটি। এতে আমেরিকা, মালেশিয়া ও ভারতের অন্তত ১৫ জন গবেষক উপস্থিত থাকবেন। এছাড়া অনলাইনে উপস্থিত থেকে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন অস্ট্রেলিয়া, কানাডা, পাকিস্তান, যুক্তরাজ্য ও উজবেকিস্তানের একাধিক গবেষক। এছাড়া দেশের বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫০ জন গবেষক কনফারেন্সে একাডেমিক আলোচনায় মিলিত হবেন।

পূর্ববর্তী নিবন্ধআল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে ক্যাশ ম্যানেজমেন্ট প্রশিক্ষণ কোর্স
পরবর্তী নিবন্ধমুসলিম উম্মাহর কল্যাণ কামনায় জামেয়া কামিল হাদিস ২০০৪ ব্যাচের খতমের আয়োজন