মহেশখালীতে পাগলা কুকুরের কামড়ে ৮ জন মানুষ ও ৯টি গরু আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকালে উপজেলার হোয়ানক ইউনিয়নের বড়ছড়া গ্রামে। পরে গ্রামবাসীরা পাগলা কুকুরটিকে আটক করে মেরে ফেলে।
এ ঘটনায় আহতরা হলেন নজির আহমদ (৪০), আব্দুল মাবুদ (৩০), জগির আহমদ (৪০), মো. শুক্কুর (৪৫), মইয়াশা বেগম (৩৫), আবুল কালাম (৪৭) ও আরও দুই ৬/৭ বছর বয়সী শিশু।
কুকুরের কামড়ে আহত হোয়ানক ইউনিয়নের বড়ছড়া গ্রামের নজির আহমদ জানান, তিনি বাজার থেকে বাড়ি ফেরার পথে আচমকা একটি পাগলা কুকুর আক্রমণ করে। কুকুরটি তার পায়ে কামড় দিয়ে বড় ধরনের ক্ষতের সৃষ্টি করে। পরে কুকুরটি বিকাল পর্যন্ত বড়ছড়া গ্রামের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে লোকজন ও গরুকে পর্যায়ক্রমে কামড় দিয়ে আহত করে। পরে গ্রামের লোকজন সম্মিলিতভাবে কুকুরটিকে আটক করে মেরে ফেলে।
পল্লী চিকিৎসক কাজল ভট্টাচার্য জানান, তার ফার্মেসিতে কুকুরের কামড়ে আহত তিনজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।












