বাকলিয়া প্রিমিয়ার স্কুল এন্ড কলেজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ইসলামী সংগীত প্রতিযোগিতা,আলোচনা সভা ও মিলাদ মাহফিল গতকাল বুধবার স্কুল মিলনায়তনে প্রধান শিক্ষক মুহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ। বিশেষ অতিথি ছিলেন ফুটন্ত ফুল জাতীয় শিশু সংগঠনের পরিচালক লায়ন মোহাম্মদ ইমরান। প্রধান অতিথি জীবনের প্রতিটি ক্ষেত্রেই নবীর আদর্শ অনুসরণ করার জন্য সকলের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈশাখী পাল, মো. শাহিন আলম, পিন্টু দত্ত, তামহিদা আক্তার, যারিয়াতুল মোস্তফা, তানজিমুন নাহার,মোহাম্মদ আকবর হোসেন, হৈমন্তী শুক্লা, মো. জাহাঙ্গীর আলম, আব্বাস উদ্দিন প্রমুখ। শেষে, মিলাদ, কিয়াম ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।












