চট্টগ্রামের ১৬ আসনের ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন । জেলা নির্বাচন কর্মকর্তা বরাবরে খসড়া তালিকার ওপর আপত্তি দাখিল ২৫ সেপ্টেম্বরের মধ্যে

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:০৭ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রামের ১৬ আসনের ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করেছে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস। গতকাল জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা স্বাক্ষরিত চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসন অনুযায়ী খসড়া ভোটাকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়। চট্টগ্রামের সংসদীয় আসন অনুযায়ী প্রকাশিত খসড়া ভোটকেন্দ্রের উপর যদি কারো কোনো ধরনের আপত্তি থাকে তাহলে ২৫ সেপ্টেম্বরের মধ্যে চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা বরাবরে আপত্তি দাখিল করতে হবে। দাখিলকৃত আপত্তি ১২ অক্টোবরের মধ্যে নিষ্পত্তি করে ২০ অক্টোবর চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে বলে জানান জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. বশির আহমেদ।

তিনি গতকাল আজাদীকে জানান, আজকে খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। এবার চট্টগ্রামে ভোটকেন্দ্র এবং বুথের সংখ্যা কমেছে। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ২০২৩টি, আর ভোট কক্ষের সংখ্যা ছিল ১৩৭৩২টি। এবার চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের খসড়া তালিকায় ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১৯৫৯টি এবং ভোটকক্ষ (বুথ) নির্ধারণ করা হয়েছে ১২৬৫৬টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে ৬৪টি ভোটকেন্দ্র এবং ১০৭৬টি ভোট কক্ষ কমছে।

খসড়া ভোটকেন্দ্রের উপর কারো কোনো ধরনের আপত্তি থাকলে আমার বরাবরে (জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা) ২৫ সেপ্টেম্বরের মধ্যে আপত্তি দাখিল করতে হবে।

আগামী ফেব্রুয়ারির প্রথমভাগে সংসদ নির্বাচন ও ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার লক্ষ্যে সকল কাজ এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস কর্তৃক প্রকাশিত খসড়া ভোটার তালিকায় এখন পর্যন্ত ৬৬ লাখ ৬৮ হাজার ৫১৮জন নিবন্ধিত ভোটারের তালিকা প্রকাশিত হয়েছে। এরমধ্যে পুরুষ ভোটার ৩৪ লাখ ৪৮ হাজার ৫৪৮ জন এবং মহিলা ভোটার ৩২ লাখ ১৯ হাজার ৯১৭ জন। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে চট্টগ্রামের ১৬ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৬৫ লাখ ১৫ হাজার ২৫৪জন।

পূর্ববর্তী নিবন্ধফরিদা পারভীন লাইফ সাপোর্টে
পরবর্তী নিবন্ধহজের প্রাথমিক নিবন্ধন শেষ ১২ অক্টোবর