পাঁচলাইশে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিক্ষানবিশ আইনজীবী আহত

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:২০ পূর্বাহ্ণ

নগরীর পাঁচলাইশের এশিয়ান হাউজিং এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক শিক্ষানবিশ আইনজীবী আহত হয়েছেন। তার নাম শাহাদাত হোসেন আফনান। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আফনান থানায় একটি মামলা করেছেন।

তিনি জানান, এক বন্ধুর সাথে সাক্ষাৎ শেষে বাসায় ফিরছিলাম। এসময় ছুরি ধরে রাস্তা আটকে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় এবং বুকের নিচে আঘাত করা হয়।

পাচঁলাইশ থানার এসআই নুরুল আবছার বলেন, ঘটনায় জড়িতকে শনাক্তের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে রেলওয়ের ৩৪ শতক জমি উদ্ধার
পরবর্তী নিবন্ধতালিকাভুক্ত সন্ত্রাসীকে কুপিয়ে দুই হাতের কবজি বিচ্ছিন্ন করল দুর্বৃত্তরা