কারাগারে এক বছরের সাজা খাটতেই হবে থাকসিনকে, আদেশ থাই আদালতের

| বুধবার , ১০ সেপ্টেম্বর, ২০২৫ at ২:১৯ অপরাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে কারাগারে এক বছরের সাজা খাটার আদেশ দিয়েছে থাইল্যান্ডের শীর্ষ আদালত। খবর বিডিনিউজের। তাদের এ রায়কে দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবারের জন্য আরেকটি বড় ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে। আদালত বলেছেন, থাকসিন এর আগে তার সাজার বেশিরভাগ সময় বেআইনিভাবে হাসপাতালে কাটিয়েছেন, ওই সময়টুকু তাকে অবশ্যই কারাগারে কাটাতে হবে। সাবেক এ প্রধানমন্ত্রীর আগের এক দুর্নীতির অভিযোগ সংশ্লিষ্ট মামলায় মঙ্গলবার থাই শীর্ষ আদালত এ রায় দিল, জানিয়েছে বিবিসি।

২০০১ সালে থাকসিন প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই তার পরিবার দেশটির রাজনীতিতে প্রভাব বিস্তার করে আসছে। থাকসিনের বোন ও মেয়েও পরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হন। কম্বোডিয়ার নেতা হুন সেনের সঙ্গে এক ফোনালাপে নৈতিকতার মান লঙ্ঘনের দায়ে গত মাসে সাংবিধানিক আদালত থাকসিনের মেয়ে পায়েতংতার্নকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয়। ওই ফোনালাপ ফাঁস হয়ে যাওয়ার পর থেকেই পায়েতংতার্নের ভাগ্য সুতায় ঝুলছিল। মঙ্গলবার রায় ঘোষণার সময় আদালতে ৭৬ বছর বয়সী বাবার সঙ্গেই পায়েতংতার্নকে দেখা গেছে।

রায় ঘোষণার পর থাকসিনকন্যা সাংবাদিকদের বলেন, তিনি তারা বাবাকে নিয়ে চিন্তিত, তবে থাকসিন ও তার পরিবারের সবাই মানসিকভাবে শক্ত রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৯.৭৭ কোটি টাকা
পরবর্তী নিবন্ধইসরায়েলি সামরিক বাহিনীর গাজা সিটি ছাড়ার নির্দেশে আতঙ্ক