তিন বছরে আগে সবশেষ অনুষ্ঠিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে রানারআপ হয়েছিল চট্টগ্রাম জেলা দল। সেবার ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হেরেছিল চট্টগ্রাম। প্রায় তিন বছর পর আবার বসতে যাচ্ছে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। যুব ও ক্রীড়া মন্ত্রনালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যৌথ ব্যবস্থাপনায় তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ গত ৩০ আগষ্ট থেকে সারাদেশে জুলাই শহীদদের স্মরণে শুরু হয়ে গেছে। আজ শুরু হচ্ছে চট্টগ্রামের ম্যাচ। নিজেদের মাঠ চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে স্বাগতিক চট্টগ্রাম মুখোমুখি হবে নোয়াখালী জেলা দলের। আজকের ম্যাচের পর চট্টগ্রাম জেলা দল খেলতে যাবে নোয়াখালীর মাঠে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৭ সেপ্টেম্বর। এই দুই ম্যাচে যে দল এগিয়ে থাকবে তারা পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে। সে রাউন্ডও হবে হোম এন্ড এ্যাওয়ে পদ্ধতিতে। বাংলাদেশের ৬৪টি জেলাকে ৮টি অঞ্চলে বিভক্ত করে এই চ্যাম্পিয়শীপ অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি অঞ্চলের খেলাসমূহ হোম এন্ড এওয়ে ভিত্তিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি অঞ্চল হতে ২টি করে মোট ১৬টি দলকে নিয়ে ঢাকায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। এবারের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের খেলাসমূহ উপভোগের জন্য টিকেটের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। টিকেটের নির্ধারিত মূল্য প্যাভিলিয়ন ৫০ টাকা এবং গ্যালারী ২০ টাকা। আজ বিকেল তিনটায় শুরু হবে ম্যাচটি। এদিকে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে শক্তিশালী দল গঠন করেছে চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন। গত কয়দিন ধরে কোচ নাজিম উদ্দিন নাজুর অধীনে নিবিড় অনুশীলন করছে। নিজেদেরকে প্রস্তুত করেই মাঠে নামতে চায় স্বাগতিক চট্টগ্রাম জেলা দল। যেহেতু পরের ম্যাচটি প্রতিপক্ষ নোয়াখালীর মাঠে গিয়ে খেলতে হবে চট্টগ্রামকে, তাই প্রথম ম্যাচেই নিজেদের মাঠের সুবিধাকে কাজে লাগিয়ে এগিয়ে থাকতে চায় চট্টগ্রাম। দলের ম্যানেজার সরোয়ার আলম চৌধুরী মনি জানিয়েছেন তারা সেরা ফুটবলারদের নিয়ে সেরা দল গঠন করার চেষ্টা করেছেন। এখন মাঠে যদি ফুটবলাররা তাদের সেরাটা দিতে পারে তাহলে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পারবে চট্টগ্রাম। তবে এবারের চ্যাম্পিয়নশিপের জন্য চট্টগ্রাম জেলা দলকে উৎসাহ দিতে প্রতিদিনই মাঠে হাজির হচ্ছেন সাবেক ফুটবলাররা। তাদেরও প্রত্যাশা চট্টগ্রাম যেন ভাল একটি জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পারে। প্রতিপক্ষের শক্তিমত্তা নিয়ে খুব বেশি ধারনা না থাকলেও প্রতিপক্ষকে খাটো করার কোন সুযোগ নেই বলে জানিয়েছেন চট্টগ্রামের কোচ–ম্যানেজার। নিজেদের মাঠেই এগিয়ে থাকতে হবে। যাতে প্রতিপক্ষের মাঠে গিয়ে চাপে পড়তে না হয়। মুলত জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করতে চায় চট্টগ্রাম। যেহেতু এক রাউন্ডে দুটি ম্যাচ। বলতে গেলে তাও অনেকটাই নক আউটের মতই। তাই নিজেদের মাঠেই এগিয়ে থাকতে হবে। আর সে লক্ষ্য নিয়েই মাঠে নামবে আজ চট্টগ্রাম জেলা দল।












