টানা দুই ম্যাচ হেরে এএফসি অনূর্ধ্ব–২৩ এশিয়ান কাপ বাছাই উতরানোর আশা শেষ হয়ে গেছে আগেই। তবে তৃতীয় রাউন্ডে সিঙ্গাপুরকে হারিয়ে শেষটা অন্তত জয়ে রাঙাতে পেরেছে বাংলাদেশের যুবারা। ভিয়েতনামের ভিয়েত ত্রি স্টেডিয়ামে মঙ্গলবার ‘সি’ গ্রুপের ম্যাচে ৪–১ গোলে জিতেছে বাংলাদেশ। প্রথমার্ধে কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি সিঙ্গাপুর। বিরতির পর আক্রমণে জোর দেয় বাংলাদেশ। অবশেষে ‘ডেডলক’ ভাঙে ৭০তম মিনিটে। প্রায় ২৫ গজ দূর থেকে জোরাল শটে বাংলাদেশকে এগিয়ে নেন ফাহামিদুল। দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন আল আমিন। ৮০তম মিনিটে প্রতিপক্ষের একটি কর্নার রুখে, দ্রুত পাল্টা আক্রমণে উঠে সতীর্থের ক্রস ডি–বক্সে পেয়ে কোনাকুনি শটে ব্যবধান আরও বাড়ান মহসিন আহমেদ। এর দুই মিনিট পর ডি–বক্সের ঠিক বাইরে থেকে শটে স্কোরলাইন ৪–০ করেন শেখ মোরসালিন। যোগ করা সময়ে সিঙ্গাপুরের একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন নাদিম রাহিম। ভিয়েতনামের বিপক্ষে ২–০ গোলে হেরে আসর শুরুর পর, দ্বিতীয় ম্যাচে ইয়েমেনের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ১–০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ দল। ওই হারেই মূল পর্বের খেলার লড়াই থেকে ছিটকে পড়ে তারা। ১১ গ্রুপ চ্যাম্পিয়ন এবং ১১টি রানার্সআপ দলের মধ্যে সেরা চারটি খেলবে ২০২৬ সালের জানুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠেয় মূল পর্বে। ২০২৪ সালের সবশেষ আসরের বাছাইয়ে বাংলাদেশের অবস্থা সুখকর ছিল না মোটেও। সেবার গ্রুপ পর্বে থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপিন্সের বিপক্ষে গ্রুপ পর্বের তিন ম্যাচেই হেরেছিল তারা। বিদায় নিয়েছিল গ্রুপের টেবিলের তলানিতে থেকে। এবার অন্তত একটি জয় পেল তারা, শেষ করল গ্রুপে তৃতীয় হয়ে। প্রথম দুই রাউন্ডে দুটিতেই জিতে সমান ৬ পয়েন্ট নিয়ে ভিয়েনাম গ্রুপের শীর্ষে আছে। ইয়েমেন আছে দুইয়ে। এদিনই পরের ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।












