চোখের রোগ প্রতিরোধে সচেতনতা ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস জরুরি

বিনামূল্যে চক্ষুসেবা ও ছানি অপারেশন মেয়র

| বুধবার , ১০ সেপ্টেম্বর, ২০২৫ at ১:৫৮ অপরাহ্ণ

সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চোখের সুরক্ষায় রোগ প্রতিরোধই সবচেয়ে উত্তম উপায়। নিয়মিত চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস মেনে চললে দৃষ্টিশক্তি দীর্ঘদিন ভালো রাখা সম্ভব। আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং জীবনযাত্রায় স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে হবে। সমাজের সামর্থ্যবানরা যদি অসহায় মানুষের পাশে দাঁড়ায় তবে অনেক মানুষই এ ধরনের বিনামূল্যের চিকিৎসা সেবা থেকে উপকৃত হবে।

গত রবিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে লায়ন্স ক্লাব অফ চিটাগাং বাতিঘরের সহযোগিতায় এবং মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের ব্যবস্থাপনায় ২০৯ জনকে বিনামূল্যে চক্ষুসেবা ও ছানি অপারেশনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন।

মাঝিরঘাট মরহুম নজু মিয়া বাড়ীর সামনে আয়োজিত ক্যাম্পে মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি আলহাজ্ব নুর মোহাম্মদের সভাপতিত্বে ও পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপকমিটি সদস্য সচিব লায়ন এম এ মুছা বাবলু ও প্রচার সম্পাদক নুর জাহেদ বাবলুর যৌথ সঞ্চালনায় উদ্বোধক ছিলেন লায়ন্স জেলা গভর্নর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজসেবা একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ শাহী নেওয়াজ, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য জয়নাল আবেদীন জিয়া, হাজ্বী সালাউদ্দিন, মসিউল আলম স্বপন, লায়ন্স ভাইস জেলা গভর্নর মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, লায়ন্স কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোর্শেদ, মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক আয়াজ বাহাদুর। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন উপকমিটি সদস্য সচিব নুরুল আমিন।

আরো উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন (বাচা), বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস, দানু মিয়া, দেলোয়ার হোসেন (বাচা), সাদেক মোহাম্মদ, মোহাম্মদ ফরিদ, দিদারুল ইসলাম, সালাউদ্দিন জুয়েল, কামরুল ইসলাম, নুর জাহেদ বাবলু, এড. মাহবুব আলম, আফসার উদ্দিন, নুরুল ইসলাম, রহমান হাবীব, হারুনঅররশিদ, মঞ্জু মিয়া, ইসমাইল, জহির মিয়া, শওকত আলী, মারুফ মির্জা, আবু রাসেল, জিয়াউদ্দিন মুন্না, রেজাউল করিম, আবু রায়হান রবিন, মোহাম্মদ জিতু, মোহাম্মদ আকিব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম শিশু একাডেমিতে হামদ-না’ত প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধনেপাল থেকে আজ সকালেই ফুটবলারদের ফিরিয়ে আনার চেষ্টা