চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজিতে সিবিইউএফটিতে অনুষ্ঠিত হল ড্র্যাপিং ও ইভনিং গাউনের ওপর প্রায় ২২টি আধুনিক ডিজাইন উপস্থাপনাপূর্বক ‘ফ্যাশন শো’। গতকাল মঙ্গলবার এই ফ্যাশন শো’র আয়োজন করে ফ্যাশন ডিজাইন ও টেকনোলজি ডিপার্টমেন্ট।এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড.ওবায়দুল করিম। তিনি সিবিইউএফটির শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা ও নতুন নতুন ডিজাইন উদ্ভাবনী কৌশলের প্রশংসা করে বলেন যরময াধষঁব ধফফবফ পোশাক ডিজাইন সৃষ্টির মাধ্যমে আমরা পোশাকশিল্পে অনেক অবদান রাখতে পারবো। বিশেষ অতিথি ট্রেজারার অধ্যাপক প্রদীপ চক্রবর্তী বলেন, বিশ্ববিদ্যালয় অনেক এগিয়ে যাবে এসব মেধাবী ডিজাইনারদের মাধ্যমে। এফডিটি বিভাগের লেকচারার আসমা আয়েশা সিদ্দিকার তত্ত্বাবধানে আয়োজিত ফ্যাশন শো অনুষ্ঠানে সিবিইউএফটির ডিন, আইকিউএসি পরিচালক, বিভাগীয় প্রধানগণ, সিনিয়র শিক্ষকমণ্ডলী ও উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি