তরুণদের উদ্ভাবনী শক্তি, সৃজনশীলতা, শিক্ষার্থীদের প্রযুক্তি–নৈপুণ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে তিনদিনব্যাপী সেন্ট্রাল আইটি ফেস্ট ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয়ের হলরুমে আইটি ক্লাবের সভাপতি মো. রাহাত ইবনে সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ. এফ. এম. আওরঙ্গজেব। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার ইনচার্জ ড. এস এম শোয়েভ, আইটি ক্লাবের চিফ এডভাইজর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী, হ্যালো ওয়ার্ল্ড কমিউনিকেশনস লিমিটেডের প্রধান প্রযুক্তি কর্মকর্তা শুভ্র দেব কর, ডেল্টা ইমিগ্রেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, সিটিজি গ্যাজেট অ্যাকসেসরিজ প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদ হোসেন, ডেপুটি রেজিস্ট্রার সালাহ্উদ্দিন শাহরিয়ার, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ফারহানা নাসরীন, ইংরেজি বিভাগের প্রভাষক ইমরান উদ্দিন চৌধুরী, আইন বিভাগের প্রভাষক তৌহিদুল ইসলাম জিহাদী প্রমুখ।
প্রধান অতিথি বলেন, তথ্যপ্রযুক্তি আজকের বিশ্বে প্রতিটি খাতের মেরুদণ্ড। বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের হাতে–কলমে শিক্ষা, বাস্তবমুখী অভিজ্ঞতা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ দিতে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, প্রতিযোগিতা এবং নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও কনটেন্ট, ই–স্পোর্টস, আইডিয়া কনটেস্ট ও ক্যাপচার দ্য ফ্ল্যাগ (CTF)এই ৬ টি প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে।এবারের এ আয়োজনে স্পন্সর হিসাবে ছিল হ্যালো ওয়াল্ড কমিউনিকেশন, ডেল্টা ইমিগ্রেশন ইভেন্ট পার্টনার হিসেবে, গিফট পার্টনার হিসেবে ছিল চিটাগাং গেজেট। প্রেস বিজ্ঞপ্তি।