কোতোয়ালী থানা পূজা উদযাপন পরিষদের বার্ষিক সাধারণ সভা গত ৭ সেপ্টেম্বর নগরীর রহমতগঞ্জস্থ জে এম সেন হলে অনুষ্ঠিত হয়। কোতোয়ালী থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি লিটন কুমার শীলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুয়েল দাশ রানার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী। প্রধান বক্তা ছিলেন অ্যাড. নিখিল কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন প্রকাশ দাশ অসিত, হিল্লোল সেন উজ্জ্বল, প্রদীপ শীল, অ্যাড. নটু চৌধুরী। বক্তব্য রাখেন প্রশান্ত কুমার পান্ডে, উদয় শংকর পারিয়াল, সুজন ভট্টাচার্য্য, দিলীপ ঘোষ সরকার, দিলীপ প্রসাদ দাশ, অরুন দাশ। উপস্থিত ছিলেন মিনা চৌধুরী, নিউটন দত্ত, সজীব চৌধুরী, মুন্নী মজুমদার, সঞ্জয় দেবনাথ, জয় রায়, জয় কৃষ্ণ বিশ্বাস, বিজয় সরকার, রুবেল দে, নয়ন শীল, বাপ্পু সুশীল, অর্চক সিকদার প্রমুখ। সভায় কোতোয়ালী থানাধীন ৮৭টি আঞ্চলিক কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












