শারদ-কন্যা

মোহাম্মদ আনিস শাহরিয়ার | বুধবার , ১০ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:১৪ পূর্বাহ্ণ

শ্রাবণ বাণে কবির দুয়ারে

এলো শারদ কন্যা

বহুদিন পর মরুর বুকে

যেন খুশির বন্যা।

গায়ে জড়ানো বাহারি রঙা মিহি সুতি শাড়ি

অবাক হয়ে তাকাই, এ যেন নীল পরি।

খোঁপায় গাঁথা জবা, বেলির কানের দুল

গোলাপি অধর ছুঁই, হোক না একটু ভুল!

বুনো ফুলের চুড়ি,

মেহেদি আলপনা রাঙালে বেশ

অপলক চোখে দেখিরাত হয় না শেষ।

পুঁই দানায় রাঙানো পা, আলতাও হার মানে

ঘাষ ফুলের নূপুর, নাচো মনের কোণে।

অন্তরা, সঞ্চারী, আভোগকী দরকার বলো

স্থায়ীতেই মাতাল হই, কণ্ঠে যখন তোলো।

মুক্তা ঝরা হাসিযেন কূল ছাপানো ঢেউ

জনম জনম দেখবো, দেখো না তোমরা কেউ।

ঝুম বৃষ্টিতে লাভ লেইনে এসো

বসে আছি এই আশে

চেরাগীর মোড়ে মালা পরাবো

থাকো যদি বাঁ পাশে।

পূর্ববর্তী নিবন্ধদিয়াকুল আশ্রয়ণ প্রকল্পের রাস্তাটি সংস্কার জরুরি
পরবর্তী নিবন্ধশিশুদের মোবাইল আসক্তি