তিন হলের ফলে বিপুল ভোটে এগিয়ে শিবিরের ভিপি-জিএস প্রার্থী

সর্বশেষ

| বুধবার , ১০ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:৪২ পূর্বাহ্ণ

ডাকসু নির্বাচনে কার্জন হল কেন্দ্রে অনুষ্ঠিত অমর একুশে হল, ফজলুল হক হল ও শহীদুল্লাহ হলের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন ছাত্রশিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস প্রার্থী এসএম ফরহাদ। এই তিন হলের ঘোষিত ফলাফলে দেখা যায় শিবিরের সাদিক কায়েম পেয়েছেন মোট ২১৪৬ ভোট, আর ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫২১ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা ৩৮৩ ভোট। খবর বিডিনিউজের।

জিএস পদে শিবিরের এসএম ফরহাদ পেয়েছেন ১৬২৫ ভোট। আর ছাত্রদলের শেখ তানভীর হামিম পেয়েছেন ৬৫৭ ভোট। এছাড়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আবু বাকের মজুমদার ৬৬৯ ভোট পেয়েছেন।

এদিকে ডাকসু নির্বাচনের ফল ঘোষণার প্রাথমিক পর্যায়েই তা প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে নিজের ফেইসবুক পেইজে এক পোস্টে তিনি লেখেন, ‘এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।’ এদিকে ছাত্রদলের প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী শেখ তানভীর বারী হামিম শিক্ষার্থীদের রায়কে সম্মান জানানোর কথা বলেছেন। রাত সোয়া ২টার দিকে নিজের ফেইসবুক পেইজে এক পোস্টে তিনি লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেনএটিই তাদের রায়, তবে এই রায়কে আমি সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষামান।’

পূর্ববর্তী নিবন্ধঅশান্ত নেপালের হাল ধরবেন কাঠমান্ডুর মেয়র?
পরবর্তী নিবন্ধডাকসুতে শান্তিপূর্ণ ভোট