কয়েক ঘণ্টা বিদ্যুৎহীন নগরীর অনেক এলাকা

রহমতগঞ্জে ১১ কেভি সঞ্চালন লাইনে ত্রুটি

আজাদী প্রতিবেদন | বুধবার , ১০ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৫২ পূর্বাহ্ণ

পিডিবির চট্টগ্রাম স্টেডিয়াম সাব স্টেশনের রহমতগঞ্জ এলাকায় ১১ কেভি সঞ্চালন লাইনে ত্রুটির কারণে গতকাল বিকালে সাড়ে ৫টা থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত বিদ্যুৎবিহীন ছিল অনেক এলাকা।

পিডিবি সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৫টার দিকে রহমতগঞ্জ এলাকায় পিডিবির ১১ কেভি সঞ্চালন লাইনে ত্রুটির কারণে নগরীর লাভ লেইন, ঝাউতলা সেবক কলোনী, মোমিন রোড, চেরাগী পাহাড়, রহমতগঞ্জসহ বিশাল এলাকা দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিহীন হয়ে পড়ে। রাত ৮টার দিকে বিদ্যুৎ আসলেও রাত ১০টার পরে আবার রহমতগঞ্জ এলাকায় বিদ্যুৎ লাইনে ত্রুটির কারণে এসব এলাকায় বিদ্যুৎ চলে যায়। এই ব্যাপারে পিডিবি চট্টগ্রাম স্টেডিয়াম সাব স্টেশনের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম আজাদীকে বলেন, লাইনের ত্রুটির কারণে মোমিন রোড, চেরাগী পাহাড়, লাভ লেইন, রহমতগঞ্জ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সমস্যা চিহিৃত করে আমাদের টিম কাজ করছে।

এদিকে তীব্র গরমে মাঝে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে রাত সাড়ে ১০টার পর থেকে ১২টা পর্যন্ত বিদ্যুতের বারবার আসা যাওয়ার কারণে মানুষজনের দুর্ভোগ আরো বেড়েছে। পিডিবির স্টেডিয়াম সাব স্টেশনের অনেক এলাকা বিকালে সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত দফায় দফায় দীর্ঘক্ষণ বিদ্যুৎবিহীন ছিল।

পূর্ববর্তী নিবন্ধযাত্রী ছাউনি হয়ে গেল দোকান
পরবর্তী নিবন্ধবিদ্যুতের তার চুরি, ২৩ দিন ধরে জ্বলছে না বাতি