যাত্রী ছাউনি হয়ে গেল দোকান

আজাদী প্রতিবেদন | বুধবার , ১০ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৫০ পূর্বাহ্ণ

যাত্রী ছাউনি হয়ে গেছে দোকান। টুল দিয়ে কাস্টমার বসানোর ব্যবস্থা করে জমিয়ে ব্যবসা করা হচ্ছে। ফলে নগরীর ওয়াসা ভবনের পাশের যাত্রী ছাউনিটি যাত্রীদের হাতছাড়া হয়ে দোকানের কাস্টমারদের হয়ে গেছে। দোকানটির সাথে ট্রাফিক পুলিশের বক্স রয়েছে। নগরীর ওয়াসা ভবনের পাশে একটি যাত্রী ছাউনি রয়েছে। ওখানে অপেক্ষা করে যাত্রীদের বাসসহ অন্যান্য গাড়িতে উঠার ব্যবস্থা ছিল। কিছুদিন আগে যাত্রী ছাউনির পাশে হট কিচেন নামের একটি খাবারের দোকান বসানো হয়।

আর দিন কয়েকের মধ্যে যাত্রী ছাউনিটি কার্যতঃ ওই দোকানের অংশ হয়ে যায়। দোকানদার চাউনির ভিতরে টুল দিয়ে কাস্টমারদের বসা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। খাবারের দোকানটির কাস্টমার ছাড়া সাধারণ কোন যাত্রী ওই ছাউনিতে বসতে পারেন না বলেও অভিযোগ করা হয়েছে। দোকানদারকে বিষয়টি নিয়ে জিজ্ঞেস করা হলেও তিনি কোন উত্তর দেননি।

পূর্ববর্তী নিবন্ধমাদকাসক্ত ছেলেকে প্রশাসনের হাতে তুলে দিলেন মা
পরবর্তী নিবন্ধকয়েক ঘণ্টা বিদ্যুৎহীন নগরীর অনেক এলাকা