সিএসইতে লেনদেন ১৬.৫১ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর, ২০২৫ at ২:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ১৬.৫১ কোটি টাকা। ৪,২৫৯ টি লেনদেনের মাধ্যমে মোট ৫৮.১৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪৮.১২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,৭৭৩.০৬ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৩.৮৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৮৯.৯২ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৪.৪৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৯৯.৫০ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ১৪.২৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৯৫১.০০ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৩৪,৩১০.৫৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৩,৬১২.১০ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৬৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ১২৭ টির, দাম কমেছে ১১১ টির আর অপরিবর্তিত রয়েছে ২৬ টির।

পূর্ববর্তী নিবন্ধগান ও গল্পে সাবিনা ইয়াসমিনকে সম্মাননা
পরবর্তী নিবন্ধসহিংস বিক্ষোভে ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী অপসারিত