দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে চট্টগ্রাম রিজিওনাল টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। গত ২৮ আগস্ট শুরু হওয়া টুর্নামেন্টের পর্দা নামবে আজ। সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজকের ফাইনালে মুখোমুখি হবে ইস্পাহানী ফেনী এবং স্বাগতিক এশিয়ান চট্টগ্রাম। গতকাল প্রথম সেমিফাইনালে ফেনী ৫৭ রানে কুমিল্লাকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়। একই মাঠে অনুষ্ঠিত দিনের অপর সেমিফাইনালে স্বাগতিক এশিয়ান চট্টগ্রাম ৭ উইকেটে টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল কন্টিনেন্টাল ব্রাহ্মণবাড়িয়াকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়। গ্রুপ পর্বে একই গ্রুপে থাকা চট্টগ্রাম এবং ফেনী খেলছে ফাইনালে। আজ বিকেল ৪টা ৪৫ মিনিটে শুরু হবে খেলাটি। আজকের ফাইনালে খেলতে নামার আগে ইস্পাহানী ফেনী এবং এশিয়ান চট্টগ্রাম গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল। সে ম্যাচে চট্টগ্রামকে হারিয়ে দিয়েছিল ফেনী। আর সেটিই এই পর্যন্ত টুর্নামেন্টে চট্টগ্রামের একমাত্র পরাজয়। আজ নিশ্চয়ই সেই হারের প্রতিশোধ নেওয়ার পাশাপাশি টুর্নামেন্টের শিরোপাও জিততে চাইবে স্বাগতিক চট্টগ্রাম। যদিও চট্টগ্রাম সেরা ক্রিকেটারদের নিয়ে সেরা দল গঠন করেছে। আজকের ফাইনালে বিজয়ী দল অর্থাৎ চ্যাম্পিয়ন দল সুদৃশ্য ট্রফি সহ পাবে নগদ এক লক্ষ টাকা অর্থ পুরষ্কার। এছাড়া রানার্স আপ দল পাবে ট্রফি সহ নগদ ৫০ হাজার টাকা। দিবা–রাত্রির এই ম্যাচটি শেষে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিসিবির পরিচালক এবং টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আকরাম খান। তিনি অত্যন্ত সফলতার সাথে এই টুর্নামেন্ট একেবারে শেষের দিকে চলে আসায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। আজকের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের।












