অজয় ফিজিক্যাল কারাতে স্কুল এন্ড কলেজের বেল্ট প্রদান অনুষ্ঠান

| মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর, ২০২৫ at ২:১৫ অপরাহ্ণ

৩৩ বছর পূর্তি উপলক্ষে অজয় ফিজিক্যাল কারাতে স্কুল এন্ড কলেজের ২৫০ জন ছাত্রছাত্রীকে বেল্ট, সার্টিফিকেট, পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান বাংলাদেশ জাতীয় মার্শাল আর্ট শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শিহান অজয় দে’র সভাপতিত্বে গত ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিতোরিও কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক শিহান মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন এ্যাডভোকেট মোহাম্মদ মহসিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হানিফ মিয়া, হাটহাজারী উন্নয়নে সচেতন নাগরিক কমিটি সভাপতি মো. নুরুন্নবী চৌধুরী নুরু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল চীফ অফিসার ডা. মো. আবু তৈয়ব, বাংলাদেশ জাতীয় মার্শাল আর্ট শিক্ষক পরিষদ চট্টগ্রাম বিভাগের প্রধান উপদেষ্টা ডা. মো. শফি, হাটহাজারী উন্নয়নে সচেতন নাগরিক কমিটি সাধারণ সম্পাদক মো. জাহেদ উদ্দিন বিপ্লব, অজয় ফিজিক্যাল কারাতে স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি স্থায়ী কমিটির সদস্য প্রফেসর রুপন ধর, ফেডারেশন অব আই টি এফ বাংলাদেশের সাধারণ সম্পাদক মো. আলী আকবর, গাজী কারাতে একাডেমির প্রধান কোচ ইউনুস গাজী, অজয় ফিজিক্যাল কারাতে স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি সদস্য চন্দন বিশ্বাস এন্ড অরুপ রায়, জে কে এস বাংলাদেশ প্রধান পরিচালক জয়জিৎ চৌধুরী, জাতীয় কারাতে রেফারী আব্দুল হান্নান কাজল, উশু জাজ আফতাব ফোরহান, উশু কোচ ইবনে সাঈদ জনি,কারাতে জাজ অবায়দুল হক সাগর, উশু কোচ নরুল আলম,কারাতে কোচ ফাহাদ উদ্দিন রাব্বি, মো. রিদুয়ান, মো. জাহেদ, শিবু শীল, মো. ইসহাক, মো. জসিম উদ্দিন রাখাল বণিক, অর্প তালুকদার মেহেদী হাসান হাসিব, টিংকু সাইফুল প্রমুখ। অনুষ্ঠানে অজয় ফিজিক্যাল কারাতে স্কুল এন্ড কলেজের ৫ জন ছাত্রছাত্রী জাতীয় কারাতে ব্ল্যাক বেল্ট অর্জন করেন। এরা হলেন দিয়া দে আঁখি, তীর্থ শীল, মো. রেদোয়ান, মো. জাহেদ, শিবু শীল। তার মধ্যে ২ জন ব্ল্যাক বেল্ট ১ম ড্যান, ৩ জন ব্ল্যাক বেল্ট ২য় ড্যান অর্জন করেন। তাদের বেল্ট ও ক্রেস্ট প্রদান করা হয়। মোট ২৫০ জনকে বেল্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধইউএস ওপেনের শিরোপা আলকারাসের
পরবর্তী নিবন্ধএশিয়া কাপের পর্দা উঠছে আজ