সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জন্য ৩ লক্ষ টাকার অনুদানের চেক প্রদান করা হয়। গত ৬ সেপ্টেম্বর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সদ্য প্রাক্তন সচিব ড. মো. মহিউদ্দিন উক্ত অনুদানের চেক হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের নিকট হস্তান্তর করেন। উল্লেখ্য, ইতোপূর্বে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে ক্যান্সার, কিডনীসহ ৬টি রোগে আক্রান্ত রোগীদের জন্য মা ও শিশু হাসপাতালের অনুকূলে ১ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে। উক্ত টাকা ২০০ জন রোগীকে জন প্রতি ৫০ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












