নগরীর বন্দর এলাকা থেকে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত ৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন মিজানুর রহমান বাবুল, নজরুল ইসলাম, মো. জাফর ইকবাল, মো. আব্দুর রহমি, মো. মামুনুর রশিদ, ইমদাদ ইকবাল, রাশেদ, মো. নাজিম উদ্দিন ও লায়লা বেগম।
বন্দর থানার ওসি আফতাব উদ্দিন আজাদীকে বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে মিজানুর রহমান ও নজরুল ইসলাম জিআর সাজা পরোয়াভুক্ত আসামি। বাকী ৭ জন হচ্ছেন সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি। গ্রেপ্তার পরবর্তী ৯ আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি আফতাব উদ্দিন।












