নগরীর বহদ্দারহাটে ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ৯ এপিবিএন। তাদের তল্লাশি করে ২১২ পিস ইয়াবা, ৪৮ পুরিয়া গাঁজা, মাদক বিক্রির ১ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়। এসব ইবায়ার আনুমানিক মূল্য ৬৩ হাজার ৬০০ টাকা। গতকাল সোমবার দুপুরে বহদ্দারহাটস্থ চাঁনমিয়া গলি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন, মো. আরিফুল ইসলাম আরিফ (২৪), মো. তরিকুল ইসলাম ইমন (২৪)। ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়য়ের এসআই বিপ্লব চন্দ্র নাহা এবং অন্যান্য অফিসার–ফোর্স’সহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।












