ডা. ফজলুল–হাজেরা ডিগ্রি কলেজ অডিটরিয়ামে গতকাল সোমবার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মেজর মোহাম্মদ কলিম উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি মো. শফিকুল ইসলাম চিশতী, সহকারী অধ্যাপক তাহমিনা বেগম, সহকারী অধ্যাপক আমীর হোসেন, প্রভাষক বিজয় বনিক ও প্রভাষক মো. সহিদুল্লাহ। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন প্রভাষক পপি সাহা ও প্রভাষক মো. আসলাম রেজা। সমাবেশে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনাপূর্বক সমাধানের বিষয়ে আলোচনা করা হয়। অধ্যক্ষ সমাপনী বক্তব্যে শিক্ষার্থীদের সুনাগরিক ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে অভিভাবকবৃন্দের নিকট তাঁর বিভিন্ন কর্মপন্থা ও দিক–নির্দেশনা প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।












