ভালো লাগা থেকে আসে ভালোবাসা। ভালোবাসা শব্দটা সত্যি মনের ভেতরের যতনে রাখা একটা অনুভূতি বা অনুভব। মানুষ শুধুই তাকে ভালোবেসে, যে জড়িয়ে রাখে ভালোবাসায়। ভালোবাসা হয় বাবার সাথে। বাবাকে আইডল করে অনেক ছেলেমেয়ে। এটা ভালোবাসার আরেকটা দিক।
ভালোবাসি আমার মাকে, কেনো ভালোবাসবো না? ১০ মাস কষ্ট করে সযতনে নিজের শরীরে রেখেছেন যিনি, নিজের শরীরের অমৃত সুধা দিয়ে বড় করেছেন, তাই ভালোবাসি মা কে আমরা। ভাই বোনের ভালোবাসায় থাকে খুনসুটি, মারামারি, লুকোচুরি। ভাবীর প্রেমে পড়েনি এমন দেবর, ননদ, ননদাই খুঁজে পাওয়া মুশকিল। ভাবীর ভালোবাসা হলো বন্ধুত্বের। দেবর ভাবীর ভালোবাসা আমরা বাস্তবেও দেখেছি। আবার সিনেমাতেও দেখেছি। এতটাই মধুর সম্পর্ক। ভাবী আবার মায়ের মতোই লালন পালন করে দেবরকে বড় করেছেন। এটা তো ভালোবাসার নিদর্শন। আমরা আমাদের ভালোবাসা দিয়ে আমাদের নিজের লোকদের আপন করে রাখব। হিংসা বিদ্বেষ হানাহানিও কমে যাবে। ভালোবাসাতে যখন বন্ধুত্ব থাকবে, তখন সে ভুলে যাবে হিংসাত্মক কাজ। হ্যাঁ, অনেকেই বলতে পারেন ভালোবাসা থেকে তো খুনাখুনিও হচ্ছে। এটাও হচ্ছে পারিবারিক সম্পর্ক, কতটা সে পেয়েছে? আদর ভালোবাসা পেলে ওই ছেলে বা মেয়ে কখনো হিংসাত্মক কাজে লিপ্ত হবে না। তার মধ্যে পারিবারিক সম্পর্ক থেকেই শিখে নেবে ভালোবাসা হিংসার নয়, ত্যাগের মাধ্যমে আসে সত্যিকারের ভালোবাসা। আমরা চাই মানুষ মানুষকে ভালোবাসায় জড়িয়ে রাখুক। তাতেই আমরা সকলে সুন্দর সুস্থ পরিবেশ পাবো।












