সততা প্যাকেজড ড্রিংকিং ওয়াটারকে ২ লাখ টাকা জরিমানা

অনুমোদন ছাড়া ব্যবসা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর, ২০২৫ at ১:২২ অপরাহ্ণ

নগরের খাজা রোড মাইজপাড়া এলাকায় অনুমোদন ছাড়াই পানি উৎপাদন ও বাজারজাতকরণের পাশাপাশি নকল তেল তৈরির অভিযোগে একটি পানি প্যাকেজিং ফ্যাক্টরি সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানকালে ‘সততা প্যাকেজড ড্রিংকিং ওয়াটার’ নামে ওই পানি প্যাকেজিং ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় যৌথভাবে এ অভিযান চালায়।

অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তারা বিএসটিআইর অনুমোদন ছাড়া পানি প্রক্রিয়া ও বাজারজাতকরণ এবং এই পানির ফ্যাক্টরির আড়ালে নিজস্ব নামে নকল স্টারিং পাওয়ার অয়েল তৈরি করছিল।

একই অভিযানে আরও তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির কারণে একই এলাকার জয়নাব মেডিকেল হলকে ৫ হাজার টাকা এবং জননী মেডিসিন হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় অবস্থিত আল হাসান বেকারিকে মেয়াদ ছাড়া মিষ্টান্ন বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিমের সমন্বয়ে অভিযানে অংশ নেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও আলোকচিত্রী মো. আফতাবুজ্জামান। জনস্বার্থে জাতীয় ভোক্তাঅধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফয়েজ উল্যাহ।

পূর্ববর্তী নিবন্ধদুদকের মামলা, সাবেক সদস্যসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
পরবর্তী নিবন্ধপ্লাস্টিক বর্জ্যের বিনিময়ে স্বাস্থ্যসেবা