ন্যূনতম দেড় হাজার টাকা দরে ভারতে ১২শ টন ইলিশ রপ্তানির অনুমতি

| মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর, ২০২৫ at ১:০৮ অপরাহ্ণ

দুর্গাপূজা উপলক্ষে শর্তসাপেক্ষে ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার, ন্যূনতম দর নির্ধারণ করে দেওয়া হয়েছে প্রতি কেজি সাড়ে ১২ ডলার। গতকাল সোমবার বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারের নীতিগত এই সিদ্ধান্তের কথা তুলে ধরেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সোমবার প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২১ টাকা ৭০ পয়সা। সে হিসেবে প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি দর হবে কমপক্ষে ১ হাজার ৫২১ টাকা ২৫ পয়সা। ন্যূনতম দর নির্ধারণ করে দিলেও রপ্তানির সর্বোচ্চ সীমা ঠিক করেনি সরকার। খবর বিডিনিউজের।

ভারতে ইলিশ রপ্তানির খবর ছড়ানোর পর দেখা যায় দেশে ইলিশের দাম বেড়ে গেছে। প্রতিটি মাছের আকার ও ওজন ভেদে ইলিশের দামের ইলিশের দামের হেরফের হয়ে থাকে। টিসিবির তথ্য অনুযায়ী, ঢাকা মহানগরীর বিভিন্ন বাজারে সোমবার প্রতি কেজি ইলিশের দর ছিল ৯০০ টাকা থেকে ২২০০ টাকা। আকার ও ওজনভেদে দামের এই তারতম্য। বাণিজ্য মন্ত্রণালয় বলছে, ভারতে ইলিশ রপ্তানিতে আগ্রহীদের আগামী ১১ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে মন্ত্রণালয়ের নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট রপ্তানিকারক কোম্পানির হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ সংশ্লিষ্ট দলিলাদি দাখিল করতে হবে। দুর্গাপূজায় কলকাতার বাঙালিদের প্রিয় খাবারের একটি বাংলাদেশের সুস্বাদু ইলিশ মাছ।

পূর্ববর্তী নিবন্ধপথচারী শিশুর ওপর উল্টে পড়ল গাড়ি, মৃত্যু
পরবর্তী নিবন্ধসুজুকির অত্যাধুনিক মডেলের দুটি গাড়ি বাজারে নিয়ে এলো উত্তরা মোটর্স