রাঙ্গুনিয়ায় তুচ্ছ ঘটনায় পরস্পরের ছুরিকাঘাতে দুই কিশোর আহত হয়েছে। উপজেলার পোমরা ইউনিয়নের জিয়ানগর এম এ হান্নান আশ্রয়ন পল্লী এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন– ওই এলাকার মো. রায়হানের ছেলে রাকিবুল ইসলাম রাহাত (১৭) এবং মো. এরশাদের ছেলে মজিবুর রহমান (১৫)। এ ঘটনায় গত রোববার রাতে দুই কিশোরের পিতা পরস্পরের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার দিকে তুচ্ছ ঘটনায় এই দুই কিশোর প্রথমে হাতাহাতি এরপর তা গড়ায় মারামারিতে। একপর্যায়ে ছুরি হাতে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয় দুজন। এতে দুজনেই আহত হয়। এরমধ্যে রাকিবুল বর্তমানে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং অন্যজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, ঘটনাটিকে কেউ কেউ জুলুস কেন্দ্রিক উল্লেখ করে অপপ্রচার চালাচ্ছে। এতে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওসি।












