চলতি মাসের শেষ নাগাদ শুরু হতে যাওয়া বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা হবে এবার ৩৩ হাজার ৫৭৬টি মণ্ডপে। এর মধ্যে ঢাকা মহানগরীতে ২৫৫টি মণ্ডপে পূজা হওয়ার কথা রয়েছে। গতকাল সোমবার সচিবালয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানিয়েছেন। শান্তিপূর্ণ পরিবেশে যেন পূজা উদযাপন হয় সেজন্য সে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। খবর বিডিনিউজের।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হিন্দু সমপ্রদায়ের একটি বড় ধর্মীয় অনুষ্ঠান। এই পূজায় নিরাপত্তা দিতে পর্যাপ্ত পুলিশ, আনসার, র্যাব এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। আমরা একটা নতুন অ্যাপস তৈরি করেছি কোন ঘটনার বিষয়ে সত্যতা যাচাই করা যাবে আর ঘটনা ঘটলে সাথে সাথে ওর প্রতিকারও যেন হয় সে ব্যবস্থাও থাকবে। পূজাকে কেন্দ্র করে ‘মেলা, গাঁজার আড্ডা’ যেন না বসে সে বিষয়ে সতর্ক করেছেন তিনি। তবে পূজা উদযাপন কমিটির অনুমতি নিয়ে ছোটখাটো দোকান করা যেতে পারে। সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, তালিকার বাইরে অনেক জায়গায় পূজা মণ্ডপ করা হয়ে থাকে। তালিকা অনুযায়ী আমরা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে থাকি। তালিকা আগে থেকে থাকলে আমাদের জন্য সুবিধা হয়।
এছাড়া দশমীর দিন যেন সন্ধ্যা ৭টার আগেই যেন বিসর্জন শেষ হয় সে ব্যাপারে সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়ার কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ বছর পঞ্জিকা অনুসারে, দুর্গাপূজার মহাপঞ্চমী অনুষ্ঠিত হবে ২৭ সেপ্টেম্বর। আর ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী, ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহাঅষ্টমী, ১ অক্টোবর মহানবমী এবং ২ অক্টোবর মহাদশমী হবে। তার আগে ২১ সেপ্টেম্বর পড়েছে মহালয়া; ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে শারদীয় দুর্গাপূজার প্রতিপদ তিথি।












