আনোয়ারায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার উপজেলার বৈরাগ ইউনিয়নের খান বাড়ি পাহাড়ের এক্কুদ্দা এলাকায় হাতির জন্য পাতানো ফাঁদে আটকে জাহেদ খান (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়। অপর ঘটনায় বরুমচড়া ইউনিয়নের ভরাচর এলাকায় বিদ্যুস্পৃষ্টে প্রাণ হারান হানিফ (২০) নামে এক যুবক।
হাতির জন্য পাতানো ফাঁদে আটকে কিশোরের মৃত্যু : নিজ বাড়ির পাশের ক্ষেত থেকে গরু আনতে গিয়ে হাতির জন্য পাতানো বৈদ্যুতিক ফাঁদে আটকে জাহেদ খান (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৪টায় উপজেলার বৈরাগ ইউনিয়নের খান বাড়ি পাহাড়ের এক্কুদ্দা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আমির খান (২০) ও মেহেরুন্নেসা (৩৫) নামে দুইজন আহত হয়েছে। নিহত কিশোর স্থানীয় আব্দুল হাফেজের পুত্র। পরিবারে ৪ ভাই ১ বোনের মধ্যে জাহেদ সবার ছোট। নিহতের পরিবারের সাথে কথা বলে জানা গেছে, জাহেদ বাড়ির পার্শ্ববর্তী বিল থেকে গরু আনতে গেলে সেখানে হাতির আক্রমণ থেকে ধানক্ষেত রক্ষার জন্য স্থানীয়দের বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে ঘটনাস্থলে প্রাণ হারায়। ঘটনার সময় তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে নিহতের ফুফু মেহেরুন্নেসা ও মামাতো ভাই আমির খান আহত হয়। আহত মেহেরুন্নেসা চমেক হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনার পর থেকে নিহত কিশোরের মা বুলু আকতার বার বার জ্ঞান হারাচ্ছেন আর পিতা ও পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।
নিহতের পিতা আবদুল হাফেজ অভিযোগ করে বলেন, দিনের বেলা বিদ্যুৎ লাইন চালু রাখার কারণে তার ছেলের মৃত্যু হয়। তিনি তার ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বন বিভাগের বাঁশখালী জলদী রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, হাতির জন্য এ ধরনের ফাঁদ দণ্ডনীয় অপরাধ। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যুস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু : পাকা দালান নির্মাণ কাজে শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হানিফ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৩টায় উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভরাচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হানিফের মামা জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, প্রাথমিক তদন্তে জানতে পেরেছি– বৈরাগে হাতির জন্য তৈরি করা বৈদ্যুতিক ফাঁদে আটকে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জাহিদ নামে এক কিশোর নিহত হয়। অপর ঘটনায় এক নির্মাণ শ্রমিক নিহত হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।












