বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত চট্টগ্রাম রিজিওনাল টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল খেলা আজ। সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে দিনের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইস্পাহানী ফেনী এবং ফর্টিস কুমিল্লা। সকাল ৯টায় শুরু হবে ম্যাচটি। এছাড়া একই মাঠে দুপুর দেড়টায় শুরু হবে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি। যেখানে মুখোমুখি হবে কন্টিনেন্টাল ব্রাহ্মণবাড়িয়া এবং স্বাগতিক এশিয়ান গ্রুপ চট্টগ্রাম। দুই সেমিফাইনালের বিজয়ী দল আগামীকাল ফাইনালে মুখোমুখি হবে। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় কন্টিনেন্টাল ব্রাহ্মণবাড়িয়া। এই গ্রুপের রানার আপ দল হিসেবে সেমিতে জায়গা করে নেয় ফর্টিস কুমিল্লা। অপরদিকে ‘এ’ গ্রুপ থেকে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় ইস্পাহানী ফেনী। আর গ্রুপ রানার আপ হয়ে শেষ চারে উঠে স্বাগতিক এশিয়ান চট্টগ্রাম।











