লায়ন্স জেলার উদ্যোগে গত ৫ সেপ্টেম্বর জামালখানস্থ সিনিয়রস্ ক্লাবে জেলায় দক্ষ ও অভিজ্ঞ লায়ন নেতৃত্ব গড়ার লক্ষ্যে জেলা গভর্নর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপুর সভাপতিত্বে রিজিয়ন চেয়ারপার্সন ও জোন চেয়ারপার্সনদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্যাট এরিয়া লীডার ও প্রাক্তন জেলা গভর্নর লায়ন কাজী সাইফূল ইসলাম। বক্তব্য রাখেন জেলা গভর্নর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু, সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামন লিটন ও দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী। প্রশিক্ষণ প্রদান করেন এলসিআইএফ ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি মেম্বার লায়ন সামিউল মুক্তাদির। বক্তব্য রাখেন কেবিনেট সেক্রেটারী লায়ন মো. আবু মোরশেদ, কেবিনেট ট্রেজারার লায়ন গাজী মো. শহীদুল্লাহ।
উপস্থিত ছিলেন জিএমটি ডিস্ট্রিক্ট কো–অর্ডিনেটর লায়ন অশেষ কুমার উকিল, জিইটি ডিস্ট্রিক্ট কো–অর্ডিনেটর লায়ন মো. আনিসুল হক চৌধুরী, জিএসটি ডিস্ট্রিক্ট কো–অর্ডিনেটর লায়ন মোরশেদুল হক চৌধুরী, এলসিআইএফ ডিস্ট্রিক্ট কো–অর্ডিনেটর লায়ন একেএম নবিউল হক সুমন, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন নিশাত ইমরান ও লায়ন এম.এইচ. শাহ বেলাল। জেলা গভর্নর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু বলেন, লায়নিজমের আদর্শ ও উদ্দেশ্যকে জানতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষিতরাই সমাজের যেকোন পরিসরে সফলতা লাভ করতে পারে। একজন সফল মানুষই পারে সমাজ পরিবর্তন করতে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রশিক্ষকের মাধ্যমে অনুষ্ঠিত কর্মশালাটি সমাজের বিভিন্ন জায়গায় অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে বিশেষ অবদান রাখবে। প্রেস বিজ্ঞপ্তি।