যাতে তা দ্বারা তোমাদেরকে পবিত্র করে দেন আর শয়তানের অপবিত্রতা তোমাদের থেকে দূরে করে দেন এবং তোমাদের হৃদয়গুলোকে দৃঢ় করে দেন আর এটা দ্বারা তোমাদের পাগুলো অটল রাখেন।
–আলকোরানের বঙ্গানুবাদ (৮ ঃ ১১) সূরা আল–আন্ফাল।
কোরান শরীফের ত্রিশ আয়াতের মধ্যে একটি সুরা আছে। উহা পাঠকের জন্য ক্ষমা না করা পর্যন্ত অনুরোধ করিতে পারে। উহার নাম সুরা মুলক।
–আল হাদীস (তিরমিজী, আবু দাউদ)।
সুন্দর গৃহের চেয়ে সৎসঙ্গীই অধিক কাম্য।
– রবার্ট গ্রিন।