নগরীর দেওয়ানহাট ফ্লাইওভারের পশ্চিম পাশে সিএনজি টেক্সির ধাক্কায় মো. রিয়াজ উদ্দিন (২৬) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী একটি খাবার ডেলিভারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। গত শনিবার রাত ৯টায় খাবার ডেলিভারি দিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামের মুহাম্মদ মোস্তাফা আলীর পুত্র। তিনি চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসিন কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী। নিহতের ছোট ভাই মো. আরিফুল ইসলাম বলেন, আমার বড় ভাই রিয়াজ পড়ালেখার পাশাপাশি একটি খাবার প্রতিষ্ঠানের ডেলিভারিম্যান হিসেবে কাজ করতেন। গত শনিবার কর্মস্থল থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে আমরা চমেক হাসপাতালে ছুটে যাই। কিন্তু ভাইকে জীবিত দেখতে পাইনি। মর্গ থেকে মৃতদেহ গ্রহণ করি।
ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ জানান, নিহত শিক্ষার্থীর পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।












