কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে ভেসে গিয়ে আহনাফ (১৬) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছে। একই সাথে ভেসে যাওয়া আরো দু‘জনকে জীবিত উদ্ধার করেছে লাইফগার্ডের সদস্যরা
গতকাল রবিবার দুপুর পৌনে ৩টার দিকে এই ঘটনা ঘটে। কক্সবাজার জেলা প্রসাশনের পর্যটন সেলের দায়িত্বে থাকা সহকারী কমিশনার মো: আজিম খান এই তথ্য জানান।
সি সেইফ লাইফগার্ডের কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, তিন পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে রেসকিউ বোটের সহযোগিতায় দু‘জনকে তারা জীবিত উদ্ধার করে। কিন্তু একজনকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার করতে পারেনি। কক্সবাজার জেলা প্রসাশনের পর্যটন সেলের দায়িত্বে থাকা সহকারী কমিশনার মো: আজিম খান বলেন, বগুড়া থেকে স্বপরিবারে তারা ঘুরতে এসে আহনাফ নামের এক শিক্ষার্থী সাগরে ভেসে নিখোঁজ হয়। তাকে উদ্ধারে জেলা প্রসাশন ও লাইফগার্ড যৌথভাবে কাজ করছে।












