রাউজানের হলদিয়ায় যুবককে অস্ত্রসহ ধরে পুলিশের হাতে সোপর্দ

রাউজান প্রতিনিধি | সোমবার , ৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:১৪ পূর্বাহ্ণ

রাউজানের হলদিয়া ইউনিয়নে কিছু লোক অস্ত্রসহ এক যুবককে পুলিশের হাতে সোপর্দ করেছে। পুলিশ বলেছে, স্থানীয় দুই গ্রুপের মামারামারির ঘটনার জের ধরে নুর মিয়া (৩৫) নামের ওই যুবককে আটক করেছিল প্রতিপক্ষরা। অস্ত্রটি ওই যুবকের ছিল কিনা তা পুলিশ তদন্ত করে দেখছে। যারা নুরমিয়াকে আটক করেছিল তাদের দাবি নুরমিয়া কয়েক জন সহযোগী নিয়ে এলাকায় সন্ত্রাসী কর্যক্রম চালাতে মহড়া দিচ্ছিল। এসময় এলাকার মানুষ তাদের ধাওয়া করে অস্ত্রধারী নুর মিয়াকে আটক করেছে। তার সাথে থাকা অন্য সহযোগীরা পালিয়ে গেছে।

এঘটনা ঘটে গত শনিবার (৬ নভেম্বর) বিকালে। জানা যায় নুর মিয়া ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দুর্লভ তালুকদার বাড়ির তোফায়েল আহমেদের ছেলে।

এই বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া বলেন স্থানীয়দের কাছ থেকে ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ‘নুর মিয়াকে পুলিশ হেফাজতে নিয়েছে। তিনি বলেন সেখানে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল। ওই ঘটনার সূত্র ধরে প্রতিপক্ষের লোকজন নুর মিয়াকে আটক করেছিল বলে পুলিশ জানতে পেরেছে। তার সাথে দেয়া অস্ত্রটি ছিল দেশীয় তৈরি একটি এলজি। সেটি নুর মিয়ার কিনা পুলিশের সন্দেহ থাকায় বিষয়টি তদন্ত করে দেখছে। আটক নুর মিয়াকে মারামারির মামলায় আদালতে চালান দেয়া হয়েছে বলে এই কর্মকর্তা জানান।

পূর্ববর্তী নিবন্ধ‘বিএনপিকে গালি দেওয়ার প্রতিবাদ’ করায় যুবদল নেতাকে মারধর
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ